
ওশান নিউজ প্রতিবেদক : দিনাজপুরে মানুষ বেগম খালেদা জিয়াকে এবারে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে, তাদের ভোটের ঋণ শোধ করা হবে, এই বার্তা বিএনপির প্রত্যেক নেতাকর্মী ভোটারদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়ার জন্য নিদর্শনা দেয়া হয়েছে।
একটি দল এই ভোটকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করে বিলম্বিত করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি একটি দলকে উদ্দেশ্যে বলেন, কেউ, কেউ ধমক দিয়ে, প্রেস কনফারেন্স করে, নির্বাচন বিলম্ব করতে চায়, চেষ্টা করে দেখুন, পারবেন না। দেশের মানুষ জেগে উঠেছে, তারেক রহমানের ডাকে।
১৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দিনাজপুর সদর-৩ আসনে নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় ডা. জাহিদ আরো বলেন, দিনাজপুরে মানুষ বেগম খালেদা জিয়াকে এবারে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে, তাদের ভোটের ঋণ শোধ করা হবে, এই বার্তা বিএনপির প্রত্যেক নেতাকর্মী ভোটারদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়ার জন্য নিদর্শনা দেয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, কোন অবস্থাতেই ভোট চাইতে গিয়ে হিন্দু, মুসলিম, খিষ্ট্রান বৌদ্ধসহ কোনো ধর্মের লোকের বিষয়ে নিয়ে সাম্প্রদায়িক কথাবার্তা বলা যাবে না।
সব ভোটার এদেশের সম্মানিত নাগরিক, তাদের মর্যাদা দিয়ে সম্মানের সঙ্গে বিএনপি নেতাকর্মীকে বেগম
খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় বিনয়ের সঙ্গে ভোট চাইতে হবে। যাতে প্রত্যেক
ভোটার মনে করে, তারা যোগ্য স্থানে বেগম খালেদা জিয়াকে
ভোট দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।